চেন্নাই, ১ ডিসেম্বর : ' নিভান ' এর ধাক্কা সামলে ওঠার আগেই, ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে। যার জুড়ে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে তামিলনাড়ুতে। তবে এবার শ্রীলঙ্কা লাগোয়া দক্ষিণ তামিলনাড়ুতে ই বেশি বৃষ্টি হবে। সর্তকতা জারি করা হয়েছে কেরালার দক্ষিণাংশেও।
যত কান্ড বঙ্গোপসাগরে ই। বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছে নিম্নচাপ। সোমবার সেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ' বুরেভি '। নামটি মালদ্বীপের দেওয়া।
মৌসম ভবন জানিয়েছে, 2 ডিসেম্বর শ্রীলঙ্কার উপকূল দিয়ে বয়ে যাবে ওই ঝড়। তারপর সেটি আরব সাগরে আরো শক্তি বাড়াতে পারে। বুধবার এর ফলে তামিলনাড়ু ও কেরালার দক্ষিণভাগে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই সেখানে নিজে রেড এলার্ট জারি করা হয়েছে।
বুরেভির বাংলায় কোনও প্রভাব পড়বে কি? আবহাওয়াবিদরা মনে করছেন, ঘূর্ণিঝড়ের কোন সরাসরি প্রভাব পড়বেনা। তবে এই নিম্নচাপের প্রভাবে উত্তুরে বাতাসের গতি বাড়বে। সে ক্ষেত্রে আজ এবং কাল কলকাতাসহ দক্ষিণবঙ্গে শীতের কাপড় বাড়বে। ফের ঘূর্ণিঝড় আরব সাগরে পৌঁছলে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন