পুবের কলম প্রতিবেদকঃকরোনা এবং সুপ্রিম কোর্টে মামলা ঝুলছে, এই অজুহাতে এবার এআইএফএফ প্রেসিডেন্ট পদে প্রফুল প্যাটেল নিজের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে নিলেন।একই সঙ্গে ক্ষমতায় থেকে গেল ফেডারেশনের বর্তমান কমিটিও। যতদিন না সুপ্রিম কোর্ট ফেডারেশনের নির্বাচন নিয়ে কোনও সিদ্ধান্ত নিচ্ছে, ততদিন ভারতীয় ফুটবল ফেডারেশনের শীর্ষ পদে থেকে যাচ্ছেন প্রফুল। ২০০৮ সাল থেকেই ফেডারেশনের সভাপতি প্রফুল। ২০১২ এবং ২০১৬ সালে ভোটে জিতে আসেন তিনি। সেই সময়েই স্পোর্টস কোড না মেনে নির্বাচনের বিধিভঙ্গ হয়েছে দাবি করে দিল্লি হাইকোর্টে মামলা করা হয়। পাল্টা সুপ্রিম কোর্টে গিয়ে স্থগিতাদেশ নিয়ে আসে ফেডারেশন। স্পোর্টস কোড অনুযায়ী, ফেডারেশনের বর্তমান সভাপতি প্রফুল প্যাটেল এরপর আর নির্বাচনে দাঁড়াতে পারবেন না। কারণ, ইতিমধ্যেই ৩ বার এই পদ তিনি সামলেছেন। ফেডারেশনের ৯০ শতাংশ কর্তাই এই নিয়মের গেরোয় ফেঁসে গিয়েছেন। হিসেব মতো নির্বাচন নিয়ে গতকালই আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার ফিফা, এএফসি এবং এশিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তাদের উপস্থিতিতে হওয়া বৈঠকে নির্বাচন নিয়ে কোনও আলোচনা হয়নি। সর্বসম্মতিক্রমে বর্তমান কর্তাদের মেয়াদ অনির্দিষ্টকাল বাড়ানোর জন্য একটি প্রস্তাব পাশ করানো হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী সুপ্রিম কোর্ট যতদিন হস্তক্ষেপ না করছে, ততদিন ফেডারেশনের বর্তমান কমিটি বহাল থাকবে।
একটি মন্তব্য পোস্ট করুন