পুবের কলম ওয়েব ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের পরে দেশে ফিরে এসেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর জায়গায় সিরিজের বাকি তিনটি টেস্টে দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা মেলবোর্ন টেস্টের আগে ভারতীয় দলের পেসার ইশান্ত শর্মা জানাচ্ছেন, রাহানে দলকে সঠিক ভাবেই এগিয়ে নিয়ে যাবেন।
ইশান্ত বলেন, ‘রাহানে শান্ত এবং আত্মবিশ্বাসে ভরপুর থাকে। বিরাটের অনুপস্থিতিতে যখনই রাহানের সঙ্গে খেলেছি, ও আমাকে বলে, ‘তুমি কি ধরনের ফিল্ডিং সাজাতে চাও? কখন বল করতে চাও? যদি মনে কর, এখন বল করতে পার।’ তাই ওকে ‘বোলারদের ক্যাপ্টেন’ বলা যেতে পারে। ও কি চাইছে, সেটাও সতীর্থদের পরিস্কার করে বলে দেয়।
একটি মন্তব্য পোস্ট করুন