পুবের কলম প্রতিবেদকঃ দলের বিরুদ্ধে প্রকাশ্যেই মুখ খুলছেন শুভেন্দু অধিকারী। এবার সেই দলেই কি নাম লেখালেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়? সে কথা অবশ্য সময় বলবে। তবে শনিবার তিনি যা বলেছেন, তা বেসুরোই বটে। এ দিন তিনি দক্ষিণ কলকাতার এক ‘অরাজনৈতিক’ কর্মসূচিতে গিয়ে, কোনও রাখঢাক না রেখেই বলেছেন, ‘স্তাবকতা করতে পারলে নম্বর বেশি। ভালকে খারাপ, খারাপকে ভালো বলতে পারি না, তাই আমার নম্বর কম। অন্যদের বেশি।’ তিনি আরও বলেন, ‘নেতাদের কেন এত ক্ষোভ-বিক্ষোভ তা নিয়ে অনুসন্ধান করাটা জরুরি।’
প্রসঙ্গত, এ দিন হরিদেবপুরে একটি বস্ত্র বিতরণ কর্মসূচিতে যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সেখানেই সরব হন তিনি। তাঁর কথায়, ‘যারা দুর্নীতিগ্রস্ত তারা স্তাবক বলে সামনের সারিতে। যখন মানুষ ভালো কাজ করতে আসে, তখন পিছন থেকে টেনে ধরে। যারা ঠান্ডা ঘরে বসে থাকে, তারাই এখন নেতৃত্বের সামনের সারিতে।’
একটি মন্তব্য পোস্ট করুন