নয়াদিল্লি, ৪ নভেম্বরঃ দেশের গুরুত্বপূর্ণ নথি চিনের হাতে তুলে দেওয়ার অভিযোগে ধৃত সাংবাদিক রাজীব শর্মাকে জামিন দিল দিল্লি হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশমতো নির্ধারিত ৬০ দিনের মধ্যে চার্জশিট দাখিল না হওয়ায় অভিযুক্তকে জামিন দিল আদালত।
বিচারপতি যোগেন্দ্র খান্না সমস্ত তথ্যের বিচার-বিবেচনার পর বলেন, ‘সরকারি গোপনীয়তা আইেন’র আওতায় রুজু মামলায় অভিযুক্ত সর্বাপেক্ষা ১৪ বছরের জেল হতে পারে, কিন্তু বিধানে ন্যূনতম সাজা নির্ধারিত নেই। এমতাবস্থায় পুলিশকে আদালতের তরফ থেকে ৬০ দিন সময় দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ সময়ের মধ্যে চার্জশিট দাখিল করতে না পারায় আদালত সাংবাদিক রাজীব শর্মার ১ লক্ষ টাকার মুচালেকার মাধ্যমে জামিন মঞ্জুর করে।
একটি মন্তব্য পোস্ট করুন