দেবশ্রী মজুমদার, রামপুরহাট, ০২ ডিসেম্বর: মাদক দ্রব্যের রমরমা কারবার চলছে রামপুরহাটের বিভিন্ন জায়গায়। এমন অভিযোগ শোনা যাচ্ছিল বহু দিন ধরেই। বুধবার এমন ঘটনা ঘটলো রামপুরহাট পুরসভার ১৪ নং ওয়ার্ডের লোকো পাড়া এলাকায়।
জানা গেছে, রামপুরহাট লোকো পাড়ায় টোটো ভাড়া নিয়ে আসেন রমজান সেখ নামে চামড়া গুদাম এলাকার বাসিন্দা। অভিযোগ, সেখানে ভাড়া নামিয়ে রোহিত ওরফে ফুচু সেখ নামে এক বিক্রেতার কাছ থেকে ব্রাউন সুগারের পুড়িয়া কিনে ফেরার সময় হাতে নাতে ধরা পড়ে রমজান। তারপর তাকে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন