পুবের কলম প্রতিবেদকঃপ্রত্যাশামতো নজরকাড়া পারফরম্যান্স করে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে পৌঁছে দিলেন করিম বেঞ্জেমা।জোড়া গোল করে ম্যাচের নায়ক হলেন ফরাসি দলের এই স্ট্রাইকার।তাঁর মাথা ছোঁয়া দুই গোলেই জিতল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে বরুশিয়া মনচেনগ্লাডবাখকে ২-০ গোলে ধরাশায়ী করে স্প্যানিশ চ্যাম্পিয়নরা পৌঁছে গেছে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে। এই ম্যাচে হারলেও প্রতিপক্ষ মনচেনগ্লাডবাখও জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ পর্বে। বি গ্রুপের অন্য ম্যাচে শাখতার ডনেৎস্ক ও ইন্টার মিলান গোল শূন্য ড্র করে আসর থেকে বিদায় নিয়েছে। পরের পর্বে কোয়ালিফাই করার জন্য দুই দলেরই জয়ের দরকার ছিল। কিন্তু সান সিরোর ম্যাচ ড্র হওয়ায় আপাতত দুই দল চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল।
একটি মন্তব্য পোস্ট করুন