পুবের কলম প্রতিবেদকঃ ফের জয় রিয়াল মাদ্রিদের। কয়েকদিন আগেই এইবারকে হারিয়ে লা লিগার টেবিলে দুই নম্বরে উঠে এসেছিল জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। দু’দিনের মধ্যেই ফের জয়ে নিজেদের দুই নম্বর স্থানটি ধরে রাখলেন করিম বেঞ্জেমারা। জিদান কিছুদিন আগেই বলেছিলেন করিম বেঞ্জেমা রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা প্লেয়ার। সেটা প্রায় প্রতিটা ম্যাচেই প্রমাণ দিচ্ছেন রিয়ালের এই ফরাসি স্ট্রাইকার। গ্রানাডার বিরুদ্ধেও সেই একই ফর্মে খেলে গেলেন বেঞ্জেমা। গোল করলেন। অন্য একটি গোলের পিছনেও তাঁর অবদান অনস্বীকার্য। ম্যাচের ৫৭ মিনিটে প্রথম গোল করে রিয়াল মাদ্রিদ। অ্যাসেনসিওর পাস থেকে গোল করেন ক্যাসেমিরো। ম্যাচের একেবারে শেষ মিনিটে ডান দিকের উইং ধরে ছুটে এসে বেঞ্জেমা একটি দুর্দান্ত গোল করলেন। ২-০ গোলে ম্যাচ জিতে অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে সমান পয়েন্ট পেয়েও গোল পার্থকে রিয়াল মাদ্রিদ রয়ে গেল ২ নম্বরে।
একটি মন্তব্য পোস্ট করুন