পুবের কলম ওয়েব ডেস্কঃরিয়াল মাদ্রিদকে যতটা আক্রমণাত্মক আশা করা গিয়েছিল, তার ছিঁটেফোটা দেখা যায়নি। উল্টো ছন্দহীন খেলা, গোলের জন্য হাঁসফাঁস করছিল জিদানের শিষ্যরা।যদিও শেষ পর্যন্ত পয়েন্ট খোয়াতে হয়নি। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে শেষ অবধি স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে রিয়াল। রামোন স্যাঞ্চেজ স্টেডিয়ামে সেভিয়াকে ১-০ গোলে পরাজিত করেছে তারা। দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলটি করেন সেভিয়া গোলরক্ষক ইয়াসিন বোনো। ঘরের মাঠে লিগে আগের পাঁচবারের দেখায় রিয়ালকে চারবারই হারিয়েছিল সেভিয়া। অতি রক্ষণাত্মক খেলতে গিয়ে এবার লা লিগায় হারতে হলো সেভিয়াকে।ম্যাচে পঞ্চম মিনিটে গোলরক্ষকের ভুলে বিপদে পড়তে পারতো সেভিয়া। বল ক্লিয়ার করতে গোলরক্ষক বোনোর শট পা বাড়িয়ে রুখে দেন ভিনিসিউস, বল চলে যায় গোলমুখে। ওখানে হেড করতে লাফিয়েছিলেন বেঞ্জেমা, কোনোমতে দলকে বাঁচান ডিফেন্ডার কার্লোস। এরপরও সুযোগ ছিল, কিন্তু গোলমুখে বলে পা লাগাতেই পারেননি ভিনিসিউস, এক ড্রপের পর বল নিয়ন্ত্রণে নেন গোলরক্ষক। শুরু থেকে অধিকাংশ সময় সেভিয়া বল দখলে রাখলেও তার প্রায় সবটুকুই ছিল রক্ষণ সামলানোয়। আক্রমণে আধিপত্য ছিল রিয়ালের। দ্বিতীয়ার্ধে শুরুটা বেশ ভালো করে সেভিয়া। প্রথম ছয় মিনিটে তিনবার রিয়ালের রক্ষণে ভীতি ছড়ায়। কিন্তু ৫৫ উল্টো গোল হজম করে বসে সেভিয়া। বল ক্লিয়ার করতে গিয়ে সেভিয়া গোলরক্ষক নিজেদের জালেই বল জড়ান। শেষ অবধি এই এক গোলেই স্বস্তির জয় পায় রিয়াল।
একটি মন্তব্য পোস্ট করুন