পুবের কলম প্রতিবেদকঃতিন ম্যাচের টি-২০ সিরিজে পর পর দুটি ম্যাচে হেরে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হেরে বসে পাকিস্তান। তবে সিরিজের তৃতীয় ম্যাচে জিতে হোয়াইটওয়াশ থেকে বাঁচল তারা। পাকিস্তানের শেষ ম্যাচে জয়ের অন্যতম নায়ক হলেন মুহাম্মদ রিজওয়ান। তাঁর অসাধারণ ইনিংসে ওপর ভর করে জয় তুলে নিয়েছে মিসবাহ উল হকের শিষ্যরা। বাবর আজমের অনুপস্থিতিতে টেস্ট সিরিজের প্রথমটিতে নেতৃত্ব পেয়েছেন ওপেনার ও উইকেটরক্ষক রিজওয়ান। তার পরের দিনই শেষ টি-২০ ম্যাচে তিনি খেলেছেন ৮৯ রানের ইনিংস। তার ৫৯ বলে ৮৯ রানের ইনিংসটি ১০ চার ও তিন ছক্কা দিয়ে সাজানো ছিল।ওই ইনিংসে ওপর ভর করেই ৪ উইকেটে জয় পেয়েছে সফরকারীরা। জয়টা অবশ্য আরও বড় হতে পারতো। তবে রান তাড়ায় শেষ ৩০ রানে ৩ উইকেট হারিয়েছে পাকিস্তান।
একটি মন্তব্য পোস্ট করুন