পুবের কলম প্রতিবেদকঃ পুবের কলম ধীরে ধীরে একটা অন্য মাইলফলকের দিকে এগোচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউক্রেনের ডায়নাভো কিয়েভের বিরুদ্ধে ম্যাচে জুভেন্টাস ৩-০ গোলে জিতল। আর এই ম্যাচে গোল করে নিজের কেরিয়ারের ৭৫০ তম গোলটি করে ফেললেন পর্তুগীজ রাজপুত্র। ম্যাচের ৫৭ মিনিটে গোল করে রোনাল্ডো। জুভেন্টাসের জার্সি গায়ে রোনাল্ডোর এটি ৬৯ তম গোল। চ্যাম্পিয়ন্স লিগে রোনাল্ডো করে ফেলেছেন ১৩২টি গোল। এখনও পর্যন্ত তিনিই এত বছরের চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ স্কোরার। তাঁর ঠিক পরেই রয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টার অবশ্য রোনাল্ডোর থেকে অনেক পিছনে রয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ গোলে। মেসির গোল সংখ্যা ১১৮টি।
একটি মন্তব্য পোস্ট করুন