পুবের কলম ওয়েব ডেস্কঃ ব্যালন ডি’অরের জন্য নির্বাচিত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একবার আধবার নয়, মোট পাঁচবার তিনি উয়েফার এই সেরা পুরষ্কার বিজেতা। এবার তাঁর সঙ্গে দৌড়ে রয়েছেন ছ’বারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি ও রবার্ট লেওয়নডস্কি। আর সেরা তিনে নিজেকে দেখে বেশ আপ্লুত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সবাইকে ধন্যবাদ জানিয়ে সিআরসেভেন বলেন, ‘এমন একটা পুরষ্কারের জন্য মনোনিত হয়েছি, তার সঙ্গে সেরা তিন তালিকায় থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আমি রীতিমতো সম্মানিত ও গর্ব বোধ করছি।’ সঙ্গে রোনাল্ডো এও জানিয়েছেন,‘আমি এই সম্মান শেষ অবধি পাব কিনা জানি না। তবে ফ্যানেরা যে আমায় এতটা চেয়ে থাকেন, এটা দেখে আমি খুব অভিভূত।’
একটি মন্তব্য পোস্ট করুন