পুবের কলম প্রতিবেদকঃ মাঝেমধ্যেই সাধারণ জীবন থেকে কিছুদিনের জন্য প্রকৃতির রুপ রস গন্ধের খোঁজে কোথাও না কোথাও বেরিয়ে পড়েন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর। কখনও পাহাড়ে, কখনও বা সমুদ্রে। দেরাদুনে তাঁর নিজের বাংলোয় মাঝেমধ্যে দেখা যায় সপরিবার শচীন তেন্ডুলকরকে। কিন্তু এবার পাহাড়ে নয়। এবার শচীন একেবারে সমুদ্রে। নিজের ইনস্টাগ্রাম পোস্টে একটি ছবি শেয়ার করেছেন মাস্টার ব্লাস্টার। যেখানে দেখা যাচ্ছে শচীন ও তাঁর কন্যা সারাকে। ছবি দেখে বোঝাই যাচ্ছে লিটল মাস্টার নিজেই নিজস্বী নিয়েছেন। একটি নৌকায় শচীন ও সারা। শচীনের সেই ছবি শেয়ার করার পর কন্যা সারা লিখেছেন, ‘বাবা! আমরা কি সমুদ্রে হারিয়ে গেছি?’ শচীন তার উত্তরে লিখেছেন,‘আমি তো কিনারা নই!’
একটি মন্তব্য পোস্ট করুন