পুবের কলম প্রতিবেদকঃ কেন্দ্রের সিএএ আইনের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন। দিল্লির শাহিনবাগে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। তিনি ৮৩ বছরের বিলকিস বানো ওরফে বিলকিস দাদি। অনেকে তাঁকে শাহিনবাগের দাদিও বলে থাকে। মঙ্গলবার কৃষক আন্দোলনে যোগ দিতে যাওয়ার সময় তাঁকে আটক করে পুলিশ। দিল্লি-হরিয়ানা সীমান্তে তাঁকে পুলিশ আটক করে। সিংঘু সীমান্তে নয়া কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। আন্দোলনে যোগ দিতে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা কৃষকের মেয়ে। আমাদের কথা সরকারকে শুনতে হবে।’ পরে অবশ্য পুলিশ তাঁকে আটক করে।
একটি মন্তব্য পোস্ট করুন