পুবের কলম প্রতিবেদকঃদীর্ঘ নয় মাস পর অ্যানফিল্ডে ফিরল দর্শক। সে উপলক্ষ্যটা ভালোমতো রাঙালো লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুল ৪-০ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটনকে। অল রেডসের হয়ে একটি করে গোল করেন মুহাম্মদ সালাহ, জর্জিনিয়ো ভেইনালডাম ও জোয়েল মাটিপ। অন্যটি আত্মঘাতী। এর আগের দিন ওয়েস্টহ্যাম ইউনাইটেড ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যাচ দিয়ে দর্শক ফেরে প্রিমিয়ার লিগে। একইভাবে অ্যানফিল্ডেও দুই হাজার দর্শককে মাঠে ঢোকার অনুমতি পায়। ঘরের মাঠে ২৪ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। হেন্ডারসনের পাসে বাঁ পায়ের শটে দারুণ গোল করেন সালাহ। প্রথমার্ধের শেষ দিকে উলভারহ্যাম্পটনকে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। তবে ভিএআরে পাল্টে যায় সিদ্ধান্ত। ৫৮ মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন ভেইনালডাম (২-০)। ৬৭ মিনিটে লিভারপুলের স্কোর ৩-০ করেন জোয়েল মাটিপ। সালাহর চমৎকার ক্রসে খুব কাছ থেকে হেডে গোল করেন তিনি। ৭৮ মিনিটে আত্মঘাতি গোল খেয়ে বসে উলভারহ্যাম্পন। আর্নল্ডের নিচু ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান নেলসন সেমেদো।
একটি মন্তব্য পোস্ট করুন