দেবশ্রী মজুমদার, রামপুরহাট, ১৪ ডিসেম্বর: সর্বভারতীয় কিষান ক্ষেতমজুর সংগঠন কৃষক বিরোধী বিলের প্রতিবাদে রামপুরহাট বাস স্টান্ডের কাছে নেতাজির মূর্তির পাদদেশে ধর্না মঞ্চে অবস্থান বিক্ষোভ করল। তাদের দাবি, এই কৃষি বিল অন্যায় ভাবে ফড়ে এবং কর্পোরেট সংস্থার স্বার্থে আনা হয়েছে, কোন আলোচনা ছাড়াই। এর ফলে কৃষকরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি সাধারণ মানুষও দ্রব্যমূল্য বৃদ্ধির শিকার হবেন। এই সংগঠনের তরফে আতাউর রহমান বলেন, আলু পেঁয়াজের মত নিত্য প্রয়োজনীয় কোন ফসল উঠলে, দাম কম থাকে ঠিকই কিন্তু কিছুদিন পরেই সেই দাম ক্রমশ বাড়তে থাকে। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। কেন? শুধুমাত্র ফড়েরা আর কর্পোরেট সংস্থা সেই দ্রব্য কম দামে কিনে বেশি দামে বিক্রি করবে বলে? তাহলে এই কৃষি বিল কাদের স্বার্থে? ফড়ে এবং কর্পোরেট সংস্থার স্বার্থে আদানি আম্বানী, এদের আরো বড়লোক করার জন্য কেন্দ্র সরকার এই কৃষি বিল এনেছে। আমরা এর তীব্র বিরোধিতা করি। আজ দিল্লি হরিয়ানা দেশের সমস্ত রাজ্য থেকে কৃষকরা দিল্লিতে অবস্থান করছে প্রচন্ড শীতের মধ্যে। সরকারকে এই বিল প্রত্যাহার করতে হবে, যতদিন না প্রত্যাহার হবে, ততদিন এই আন্দোলন চলতে থাকবে।
একটি মন্তব্য পোস্ট করুন