পুবের কলম প্রতিবেদকঃফর্মুলা ওয়ান রেসিংয়ে সাফল্য পেয়েছেন মাইকেল শুমাখার। তাঁকে সর্বকালের সেরা রেসারদের অন্যতম হিসেবে ধরা হয়। তিনি সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন। যদিও ২০১৩ সালে আল্পস পর্বতে স্কি করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন মাইকেল শুমাখার। তারপর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। তাকে সুস্থ করে তোলার জন্য সবরকম চেষ্টা করছে তার পরিবার।এবার মাইকেল শুমাখারের ছেলে মিক শুমাখার পরের মরশুমে ট্র্যাকে নামার পরিকল্পনা করছেন। ফর্মুলা ওয়ান রেসিংয়ে আগামী বছর ২১ বছর বয়সি মিককে দেখা যাবে হাস দলের হয়ে। মিকের অংশ নেওয়া মানে কিংবদন্তি শুমাখার পদবী আবার দেখা যাবে ফর্মুলা ওয়ানে। যা সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়ে পরিণত হয়েছে। হাস দল জানিয়ে দিয়েছে যে বেশ কয়েক বছরের চুক্তিতে মিক শুমাখার যোগ দিতে চলেছেন। এর আগে এই মরশুমে ফর্মুলা ২ রেসিংয়ে শিরোনামে এসেছেন মিক। সেখানে সাফল্য পেয়েছিলেন তিনি। ফর্মুলা ২–এ এটা ছিল মিকের দ্বিতীয় বছর। ২০১৮ সালে তিনি ফর্মুলা ৩ ইওরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন