কাঁথি,২৩ ডিসেম্বর: সমুদ্র থেকে দু ঘটি জল নিলে কিছু যায় আসেনা। দল থেকে দু একজন চলে গেলেও কিছু যায় আসে না। নাম না করে শুভেন্দু কে আক্রমণ তৃণমূল সাংসদ সৌগত রায়ের। এদিন তার নিশানায় ছিল বিজেপিও। বিধানসভায় ৯৯টির বেশি আসন পাবে না বিজেপি। অমিত শাহ ১০বার এসেও কিছু করতে পারবেন না। অধিকারী গড়ে দাড়িয়ে আর কী বললেন প্রবীণ এই রাজনীতিবিদ দেখে নিন এক ঝলকে।
সৌগত নিশানায় শুভেন্দু-বিজেপিঃ
১) অমিত শাহ বাংলা নিয়ে দিবা স্বপ্ন দেখছেন। বিধানসভায় ৯৯ টির বেশি আসন পাবে না বিজেপি। অমিত শাহ ১০ বার এসেও কিছু করতে পারবে না।
২) দেশের কৃষি ক্ষেত্র এখন বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
৩) পরিযায়ী শ্রমিকদের প্রতি দায়িত্ব পালন করেনি কেন্দ্র। করোনার টিকা কবে আসবে বলতে পারছেনা কেন্দ্র। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী রোজ রাজ্যে আসছেন।
৪) সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়েছে, সুবিধাবাদীদের সঙ্গে হাত মিলিয়েছে তাদের মেদিনীপুরের মানুষ ক্ষমা করবে না।
৫) আজ এখানে সর্ববৃহৎ মিছিল হল। প্রমাণ হলো, কাঁথি কোন পরিবারের জমিদারি নয়। যারা সতীশ সামন্ত এর কথা বলে তারাই শ্যামাপ্রসাদের দলে। তৃণমূলকে ছেড়ে চলে গেলে কোন যায় আসে না। দল থেকে দু চারজন চলে গেলে কিছু যায় আসে না।
৬) একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থা কে বিক্রি করে দিতে চাইছে কেন্দ্র।
৭) লড়াই করে উঠে এসেছেন মমতা। তাকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করতে হবে।
৮) মমতা যদি নন্দীগ্রামে না যেতেন, নন্দীগ্রাম গোটা দেশের শিরোনামে আসতো না। মমতা না থাকলে বাংলা থেকে সিপিএম যেত না। কারও সুদর্শন চেহারা দেখে নন্দীগ্রামে সফলতা আসে নি।
৯) শুভেন্দু কে মীরজাফর বলে আক্রমণ। শুভেন্দু ইঁদুর থেকে বাঘ হয়েছিল। আবার ওকে ইঁদুর করে দেবে জনগণ।
১০) অভিষেকের সামনে কোনও অভিযোগ করেননি শুভেন্দু। আর এখন অভিষেককে তোলাবাজ বলছেন? লজ্জা করে না?
১০) আইপিএস দের জোর করে সরালে, লড়াই হবে।
১১) পদবি উল্লেখ করে আক্রমণ কৈলাস বিজয়বর্গীয় কেও। মারাঠা থেকে বর্গী এসেছে রাজ্যে।
একটি মন্তব্য পোস্ট করুন