পুবের কলম প্রতিবেদকঃ আবার একবার উরুগুয়েন স্ট্রাইকার লুইস সুয়ারেজের করোনা রিপোর্ট পজিটিভ এল। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে দেশের হয়ে দক্ষিণ আমেরিকা গ্রুপের ম্যাচ খেলার পরেই সুয়ারেজের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। যার ফলে তাঁকে বেশ কিছুদিন উরুগুয়েতে আইসোলেশনে থাকতে হয়। সেই মতো আইসোলেশনে থাকার পর মাত্র কয়েকদিন আগেই তিনি মাদ্রিদে ফিরেছেন। বুধবার বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে নামতে চলেছে অ্যাতলেটিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। সেই ম্যাচে নামার আগে সুয়ারেজের কোভিড পরীক্ষা করানো হয়। সেই রিপোর্টে ফের পজিটিভ আসায় আবার একবার আইসোলেশনে চলে যেতে হল সুয়ারেজকে। উল্লেখ্য লা লিগায় গত তিনটে ম্যাচেও খেলেননি তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন