পুবের কলম প্রতিবেদকঃ শুক্রবার শীর্ষ আদালত ‘এক সাম্প্রদায়িক সংরক্ষণ’-এর ধারণার বিরুদ্ধে রায়ের শুনানিতে জানায়, সংরক্ষণ নীতির নামে মেধাবী ছাত্রছাত্রীকে চাকরির সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। বিচারপতি উদয় ললিতের নেতৃত্বে এক ডিভিশন বেঞ্চ জানায়, খালি পদে নিয়োগের ক্ষেত্রে শ্রেণি বা জাতি না দেখে উপযুক্ত মেধাবী প্রার্থীকেই নির্বাচন করা হোক। উল্লম্ব ও অনুভূমিক সংরক্ষণের পরিষেবাগুলিতে প্রতিনিধিত্ব সুনিশ্চিতের ব্যবস্থা আছে। কিন্তু যেখানে মেধার প্রশ্ন সেক্ষেত্রে একে কঠোর স্লট হিসেবে দেখা উচিত নয়। বিচারপতি ভট্ট বলেন, এর ফলে প্রতিটি সমাজের প্রতিটি বিভাগ সংরক্ষণের আওতায় থাকবে। কিন্তু এরফলে মেধাকে উপেক্ষা করা হবে। সুতরাং উন্মুক্ত বিভাগটি সকলের জন্যই উন্মুক্ত থাকা উচিত। প্রার্থী যেকোনও শ্রেণিরই হোক নিয়োগক্ষেত্রে মেধাই একমাত্র শর্ত হওয়া উচিত।
উল্লেখ্য যে উত্তরপ্রদেশের স্বাধীনতা সংগ্রামী এবং প্রাক্তন কর্মচারির বিশেষ কোটায় মহিলা কনস্টেবল পদে নিয়োগের ধরন নিয়ে বিবাদেই শীর্ষ কোর্টের এই শুনানি।
একটি মন্তব্য পোস্ট করুন