আবদুল ওদুদ,কলকাতাঃ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সিলেবাস কাটছাঁটের ঘোষণা দিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্য মাদ্রাসা শিক্ষা পর্ষদের হাইমাদ্রাসা আলিম এবং ফাজিলের সিলেবাস কমানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশিকা কার্যকর করল রাজ্য মাদ্রাসা শিক্ষা পর্ষদ। ২০২১ সালের হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার্থীদের ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমাল পর্ষদ। শুক্রবার পর্ষদ সভাপতি ড. আবু তাহের কমরুদ্দিন একথা জানিয়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী পর্ষদে সিলেবাস কমিয়ে গত ১ ডিসেম্বর মাদ্রাসা পর্ষদের ওয়েব সাইটে আপলোড করে দিয়েছে। ছাত্রছাত্রীরা ওয়েবসাইটে গিয়ে নয়া সিলেবাস দেখে নিতে পারবে। তিন আরও বলেন, প্রত্যেক মাদ্রাসার প্রধানশিক্ষক সহ শিক্ষকদের পরীক্ষার্থীদের জানিয়ে দিতে বলা হয়েছে। প্রয়োজনে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে সিলেবাস সম্পর্কে অবগত করতে হবে শিক্ষকদের বলে পর্ষদসভাপতি জানান, এ দিন মাদ্রাসা পর্ষদ সভাপতি আরও জানান, এই প্রথম রাজ্যে নবম শ্রেণির ছাত্রছাত্রীদের ২০২২ সালের হাইমাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার্থীদের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হবে এই রেজিস্ট্রেশনের কাজ। ডিসেম্বরে প্রত্যেক ছাত্রছাত্রীকে পাসওয়ার্ড ও লগইন আইডি দেওয়া হবে। প্রত্যেকে নিজে নিজে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে। এই প্রথম মাদ্রাসা পর্ষদ রাজ্যে অন লাইনে রেজিস্ট্রেশন চালু করতে চলেছে বলে পর্ষদ সভাপতি জানান। সেকেন্ডারি, কাউন্সিল, নেতাজি ওপেন ইউনিভার্সিটি, রবীন্দ্রমুক্ত বিদ্যালয় কেউ এখনও এই পরিষেবা চালু করেনি। তবে অনলাইনের পাশাপাশি যারা অফ লাইনে রেডিস্ট্রেশন করেছে ২৪ ডিসেম্বরের মধ্যে তাদের নির্দিষ্ট ডিস্ট্রিবিউশন সেন্টারে জমা করতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন