পুবের কলম প্রতিবেদকঃইতালিয়ান কিংবদন্তি পাওলো রোসি ক'দিন আগে না ফেরার দেশে পাড়ি জমান। শনিবার তাঁর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ইতালির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ভিচেনৎসার এক গির্জায় হয়েছে শেষকৃত্য অনুষ্ঠান। পরিবারের সদস্য, বন্ধুবান্ধবরা যখন শেষকৃত্য অনুষ্ঠানে ব্যস্ত ঠিক সেই সময় রোসির বাড়িতে চুরি হয়েছে। সদ্য প্রয়াত ইতালিয়ান কিংবদন্তি থাকতেন তুসকান অঞ্চলের ফ্লোরেন্সে। সেখানে রোসির পরিবারের রয়েছে অর্গানিক ফার্মিং ব্যবসা। প্রয়াত রসির স্ত্রী ফেদেরিকা কাপেলেত্তি ভিচেনৎসা থেকে ফিরে দেখেন, বাড়ির দরজা ভাঙা। জিনিসপত্র সব ছড়ানো-ছিটানো। দামি ঘড়ি, কিছু অর্থ এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে গিয়েছে চোরের দল। স্থানীয় পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
একটি মন্তব্য পোস্ট করুন