পুবের কলম ওয়েব ডেস্কঃ হাতে মাত্র শুক্রবারটা। তারপরেই মেলবোর্নের মাটিতে গড়াবে চলতি বর্ডার গাভাসকর সিরিজে ভারত অস্ট্রেলিয়ার প্রথম লাল বলের টেস্ট। যদিও চলতি সিরিজের এটি দ্বিতীয় টেস্ট। বক্সিং ডে’ টেস্টটি শেষ হওয়ার পরেই জানুয়ারিতে সিডনিতে আয়োজিত হওয়ার কথা ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। কিন্তু বাদ সেধেছে সেখানেই। কারণ সিডনিতে ফের নতুন করে শুরু হয়েছে করোনা আতঙ্ক। করোনা ভাইরাসের আক্রমণে ইতিমধ্যেই সিডনির উত্তর অঞ্চলে অন্তত ২০ জনের সংক্রামিত হওয়ার খবর এসেছে। ক্রিকেট অস্ট্রেলিয়া তাই এ নিয়ে রীতিমতো চিন্তান্বিত। সিডনির বিভিন্ন প্রান্ত বন্ধ করে দেওয়া হচ্ছে। এমন অবস্থায় ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট সেখানে আয়োজন করা যাবে কিনা তা নিয়ে বিস্তর সংশয় দেখা দিয়েছে। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া এখনই কোনও চূড়ান্ত নেয়নি, কিন্তু দু’একদিনের মধ্যেই সিডনি থেকে ম্যাচ স্থানান্তরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেক্ষেত্রে বিকল্প ভেন্যু হিসেবে ভেবে নেওয়া হয়েছে মেলবোর্নকেই। ভিক্টোরিয়া প্রদেশের রাজধানী শহরে করোনা সংক্রমণের তেমন কোনও খবর নেই। তাছাড়া ভারত ও অস্ট্রেলিয়া দুটি দলই শনিবার থেকে এখানে টেস্ট খেলবে। তাই বায়ো বলয়ও তাঁদের পরিবর্তন করতে হবে না। তাই ক্রিকেট অস্ট্রেলিয়া ঠিক করেছে, সিডনিতে যদি তৃতীয় টেস্ট আয়োজন করা না যায়, তাহলে সেই টেস্ট আয়োজিত হতে পারে মেলবোর্নে। প্রসঙ্গত পরপর দুটো টেস্ট মেলবোর্নে এযাবৎ আয়োজিত হয়নি। সেক্ষেত্রে এটা এমসিজির ইতিহাসে নতুন এক অধ্যায় হিসেবে বিবেচিত হতে যাচ্ছে। চতুর্থ টেস্ট অবশ্য সূচি অনুযায়ী গাব্বাতেই আয়োজিত হবে।
একটি মন্তব্য পোস্ট করুন