পুবের কলম প্রতিবেদকঃশুক্রবার সন্ধ্যায় তৃনমূল নেত্রী মমতা ব্যানার্জী ঘোষনা করেছিলেন,তার ১২ ঘন্টা কাটতে না কাটতেই পূর্ব মেদিনীপুর জেলার শুভেন্দু অধিকারী অনুগামী ব্লক সভাপতিদের সরানোর প্রক্রিয়া শুরু করে দিলো তৃনমূল।শনিবার সকালেই কালীঘাট থেকে নতুন নেতাদের দায়িত্ব দিয়ে সাংগঠনিক বদলের কথা জানানো হল।
গতকাল সন্ধ্যায় কালীঘাটে দলের জেলা সভাপতি, দলীয়-সাংসদ বিধায়কদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন তৃনমূল সুপ্রীমো।সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ তথা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী।
সুত্রের দাবি সেই বৈঠকে শিশির অধিকারীর উদ্দেশ্যে মমতা বলেছেন, 'নন্দীগ্রাম, কাঁথি ও হলদিয়ায় দলবিরোধী কাজ হচ্ছে। পূর্ব মেদিনীপুরে দলবিরোধী কাজ হচ্ছে। যারা দল বিরোধী কাজ করছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সরিয়ে দিতে হবে নন্দীগ্রাম ও কাঁথির ব্লক তৃণমূল সভাপতিকে।'বৈঠকে মমতা আরো বলেছেন, 'দল বিরোধী কাজ করলেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দলে থেকে অন্য দলের হয়ে কাজ করা যাবে না। যাঁদের সাহস আছে তাঁরা আমাদের সঙ্গে থাকুন সাহস না থাকলে লুটেরাদের দলে যান।'
এরপর শুধু রাতটা কেটেছে। দলের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি শুভেন্দু পিতা শিশির অধিকারী কী পদক্ষেপ নেন, সে অপেক্ষায় বসে না থেকে কলকাতা থেকেই পূর্ব মেদিনীপুরের সাংগঠনিক নেতৃত্ব বদলে ফেলা হল ।
দলীয় সুত্রে জানা গেছে নন্দীগ্রাম ১ ব্লকের সভাপতি মেঘনাধ পালকে সরিয়ে তাঁর স্থলাভিক্ত করা হয়েছে স্বদেশরঞ্জন দাস।সেই সাথে ভগবানপুর ২ ব্লকের সভাপতি জেলা পরিষদ সদস্য মানব পড়ুয়াকে সরিয়ে দিয়েছে দল ।নতুন সভাপতি হলেন শশাঙ্কশেখর জানা।এই বিষয়ে জানতে মানব পড়ুয়া ও মেঘনাধ পালকে ফোন করা হলেও যোগাযোগ করা যায়নি।দলীয় সুত্রে জানা গেছে খুব শীঘ্রই আরো কয়েকটি ব্লকের সভাপতিদের বদল করতে চলেছে রাজ্য নেতৃত্ব।
একটি মন্তব্য পোস্ট করুন