কলকাতা, ১ ডিসেম্বর : কোভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল' শুরু হল কলকাতার নাইসেডে। ২৪ টি সেন্টার কে বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে একটি নাইসেড।
ভারত বায়োটেক ও আই সি এম আর এর যৌথ গবেষণায় তৈরি কোভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল শুরু হল। এর আগে প্রথম ও দ্বিতীয় দফায় যথেষ্ট ভাল ফল দেখিয়েছিল এই টিকা। ২৪ টি সেন্টার তৃতীয় দফার জন্য বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে একটি হলো নাইসেড। ১৮ বছরের বেশি যাদের বয়স, সেইসব স্বেচ্ছাসেবককে দেওয়া হবে এই টিকা। এই দফায় দেখা হবে করোনার বিরুদ্ধে টিকা কতটা কার্যকর হচ্ছে। প্রত্যেক স্বেচ্ছাসেবককে দুটি করে ডোজ দেওয়া হবে।
এরপর চূড়ান্ত ফলাফল জানানো হবে এক বছরের পর্যবেক্ষণ শেষে।
একটি মন্তব্য পোস্ট করুন