বিশেষ প্রতিবেদনঃ বৃহস্পতি ও শনি গ্রহ সবথেকে কাছাকাছি আসছে। বিগত ৮০০ বছরে এমন বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যায়নি। সৌরমণ্ডলের এই দুই বৃহৎ গ্রহ সর্বশেষ প্রায় ৮০০ বছর আগে এতটা কাছাকাছি অবস্থানে এসেছিল। যুগলবন্দির এই বিরলতম দৃশ্য দেখা যাবে ১৬ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত। টানা ১০দিন ধরে খুব কাছাকাছি থাকবে গ্রহদ্বয়। যদিও মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ২১ ডিসেম্বরেই বৃহস্পতি ও শনি এতটাই কাছাকাছি এসে যাবে যে ‘যুগ্মগ্রহ’ বলে ভ্রম হবে। আমেরিকার টেক্সাস প্রদেশের রাইট ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক ড. প্যাট্রিক হাট্টিগান বলেন, এই দুই গ্রহের বিন্যাস অত্যন্ত বিরল। প্রতি ২০ বছর অন্তর এদের মধ্যে ব্যবধান বা দূরত্বের তারতম্য ঘটে। কিন্তু এ বারের যুগলবন্দি বিরলতম। তাঁর কথায়, এমন দুর্লভকাণ্ড দেখার জন্য মহাকাশবিজ্ঞানীদেরকে ৮০০ বছর অপেক্ষা করতে হল। সর্বশেষ ১১২৬ সালের ৪ মার্চ রাতগত ভোরে এভাবেই খুব কাছাকাছি চলে এসেছিল বৃহস্পতি ও শনি গ্রহ। তবে নাসা বলেছে, আপাতদৃষ্টিতে খুব কাছাকাছি মনে হলেও এই দুই প্রতিবেশি গ্রহের মধ্যে দূরত্ব থাকবে কয়েক লক্ষ মাইল। কিন্তু তারপরেও গ্রহদ্বয় এতটাই উজ্জ্বল থাকবে যে গোধূলিতেও তাদেরকে দেখা যাবে। তবে মহাকাশবিজ্ঞানীরা জানাচ্ছেন, ৮০০ বছর পর এই দৃশ্য দেখা গেলেও পরবর্তী প্রজন্মকে আর এত দীর্ঘকাল অপেক্ষা করতে হবে না। মাত্র ৬০ বছর পর ২০৮০ সালের ১৫ মার্চ ফের কাছাকাছি আসবে বৃহস্পতি ও শনি।
একটি মন্তব্য পোস্ট করুন