পুবের কলম ওয়েব ডেস্কঃ ভারতের কৃষক আন্দোলনকে এবার সমর্থন জানাল রাষ্ট্রসংঘও। রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেলের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, ভারতের কৃষকদের অবশ্যই শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। সরকারেরও উচিত তাতে সহযোগিতা করা। রাষ্ট্রসংঘের পাশাপাশি কৃষকদের আন্দোলনকে সমর্থন জানালেন ৩৬ জন ব্রিটিশ সাংসদও। কৃষকদের সমস্যা নিয়ে ভারত সরকারের সঙ্গে কথা বলার জন্য তাঁরা ব্রিটেনের বিদেশ সচিবকেও চিঠি দিয়েছেন। চিঠিতে কেন্দ্রের মোদি সরকারের সমালোচনা করা হয়েছে। ব্রিটিশ বিদেশ সচিব দমিনিক বরাবকে দেওয়া চিঠিতে ওই ৩৬ জন সাংসদ স্পষ্ট লিখেছেন, ভারত সরকারের আনা নয়া কৃষি আইন কৃষকদের স্বার্থরক্ষায় ব্যর্থ হয়েছে। কৃষকরা আশংকা করছেন তাঁরা তাঁদের ফসলের সঠিক মূল্য পাবেন না। সেই আশঙ্কাতেই তাঁরা বিক্ষোভ ও আন্দোলন করছেন।
একটি মন্তব্য পোস্ট করুন