পুবের কলম ওয়েব ডেস্কঃ ডক্টর কাফিল খানের ছাড়া পাওয়ার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দারস্থ হয়েছিল উত্তরপ্রদেশ সরকার।সেই রায়ে মুখ পুড়ল আজ উত্তরপ্রদেশ সরকারের।সাফ জানাল সুপ্রিম কোর্ট যে এলাহাবাদ হাইকোর্টের সেই রায়ে কোন ভুল ছিল না।
মুখ্য বিচারক বোবদে জানান যে"ফৌজদারি মামলাগুলি তাদের নিজস্ব যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আপনি অন্য কোনও মামলায় প্রতিরোধমূলক আটকের আদেশ ব্যবহার করতে পারবেন না"।
তিনি আরও জানান যে " এটি হাইকোর্টের একটি ভাল আদেশ বলে মনে হচ্ছে। আমরা আদেশে হস্তক্ষেপ করার কোনও কারণ দেখতে পাই না। তবে পর্যবেক্ষণগুলি ফৌজদারি মামলাগুলিকে প্রভাবিত করবে না"।
প্রসঙ্গত উল্লেখ্য যে গোরখপুরের এই শিশুবিশেষজ্ঞ ডাক্তার কাফিল খানকে সংশোধিত নাগরিকত্ব বিল ২০১৯ আইনের প্রতিবাদে অংশ নেওয়ার পরে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘদিন জেলে থাকার পর গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এলাহাবাদ হাইকোর্টের রায়ে ছাড়া পান তিনি।তারপরে কয়েকদিন আগেই আবারও যোগী সরকার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দারস্থ হয়।
একটি মন্তব্য পোস্ট করুন