মুম্বই, ১ ডিসেম্বরঃ আজ মঙ্গলবার ঊর্মিলা মাতন্ডকর শিবসেনায় শামিল হলেন। উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ সহযোগী হর্ষল প্রধান রবিবারই এ খবর দিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মাতন্ডকর দলে যোগ দেবেন। আজ শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতশ্রী’তে ঊর্মিলা আনুষ্ঠানিকভাবে শিবসেনায় যোগ দিলেন। ২০১৯-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে নির্বাচন লড়েছিলেন অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। পরে অবশ্য কংগ্রেস ছাড়েন তিনি।
কিছুদিন আগে কঙ্গনা রানাওয়াত মুম্বইয়ের তুলনা ‘পাক অধিকৃত কাশ্মীরে’র সঙ্গে করার পরও শিবসেনা সহযোগী কংগ্রেস ও এনসিপি কোনও প্রতিক্রিয়া দেয়নি। এই অস্বস্তিকর পরিস্থিতিতে ঊর্মিলাই এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে। ঊর্মিলা বলেন, ‘গোটা দেশে ড্রাগ সমস্যা নিয়ে তোলপাড় হচ্ছে। কঙ্কনা কি জানেন হিমাচলে ড্রাগ কোথা থেকে আসে? শুরুটা ওনার নিজের রাজ্য থেকেই শুরু করা উচিত।’ পালটা কঙ্কনা ঊর্মিলাকে ‘সফট পর্ন স্টার’ বলায় বলিউডের তারকা এবং মিডিয়ার সমালোচনার মুখে পড়েন তিনি। কিন্তু ঊর্মিলা টু্ইটে তাকে ‘ভারতের আসল নাগরিক’ বলে ধন্যবাদ জানান। এই পুরো ঘটনায় ঊর্মিলার স্পষ্টবাদীতার জন্য শিবসেনা বিধান পরিষদের প্রার্থী হিসাবে ঊর্মিলার নাম রাজ্যপালের কাছে পাঠায়। এ ছাড়া, ঊর্মিলার স্বামী মহসিন আখতার একজন কাশ্মীরি মুসলিম হওয়ায় শিবসেনা ঊর্মিলা মাধ্যমে মুসলিম ভোটারদের মন জয় করার রাস্তা তৈরি করছে বলে ওয়াকিফহাল মহলের ধারণা।
একটি মন্তব্য পোস্ট করুন