পুবের কলম ওয়েব ডেস্কঃ ভাইরাল ট্যুইটই যুবককে পাইয়ে দিল নতুন স্মার্টফোন। সম্প্রতি কামাল আহমেদ নামক এক যুবক ট্যুইট করে লেখেন, ‘‘আমি বিয়ে ততদিন করব না, যতদিন Mi 10T Pro মোবাইলটি হাতে পাব না ৷’’ নেট দুনিয়ায় মজার কমেন্ট,লাইক,শেয়ার হতে হতে কামালের এই পোস্টটি এতটা ভাইরাল হয়ে পড়ে যে শেষ অবধি স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা Xiaomi-র নজরে চলে আসে । আর কি! সেই কামালের আবদার মেনে Xiaomi-র তরফেই পাঠানো হল স্মার্টফোনটি।
মোবাইল পেয়েই কামাল আবার ট্যুইট করে ধন্যবাদ জানিয়ে লেখেন"শেষপর্যন্ত আমার হাতে এসেই গেল এই দৈত্য ৷ Mi 10T Pro একটি দুর্দান্ত ফোন ৷ খুবই সুন্দর দেখতে ৷ দারুণ সব ফিচার্স রয়েছে এই ফোনে ৷ আপনাদের অনেক ধন্যবাদ ৷’’
একটি মন্তব্য পোস্ট করুন