পুবের কলম প্রতিবেদকঃ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের পাশাপাশি রাজ্য ওয়াকফ বোর্ড প্রতিবছর বেশ কয়েকশো ছাত্রছাত্রীকে সরকারি বৃত্তি প্রদান করে। এ বছরও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের বৃত্তি প্রদান করে। এ বছরও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের বৃত্তি প্রদান করবে। এ বছর বৃত্তির আবেদন করা যাবে ১৮ ডিসেম্বর পর্যন্ত বলে রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আবদুল গণি জানিয়েছেন। শুক্রবার তিনি জানান, আবেদনপত্র জমা দেওয়ার সময় ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। কিন্তু কোনও কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান না খোলায় আবেদনপত্র জমা দেওয়া যাবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। সাধারণ দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের সঙ্গে ইমাম ও মুয়াজ্জিনদের ছেলে ও মেয়েরা এই আবেদন করতে পারবে। এককালীন ওয়াকফ বোর্ড এদের বৃত্তি প্রদান করে আসছে। মাধ্যমিক উত্তীর্ণরা ৩ হাজার এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা ৪ হাজার টাকা করে বৃত্তি এককালীন পাবেন।
একটি মন্তব্য পোস্ট করুন