পুবের কলম ওয়েব ডেস্কঃ পেশায় ডাক্তার তিনি।জন্ম এবং বেড়ে ওঠা বিজয়ওয়াড়া শহরে।মাত্র ১০ টাকার বিনিময়ে এলাকার দুঃস্থ রোগীদের চিকিৎসা প্রদান করে থাকেন এই তরুণ চিকিৎসক।সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মানুষকে সর্বোত্তম চিকিৎসা প্রদান করার লক্ষ্যে এবার গড়ে ফেললেন ক্লিনিক।আউটডোরের রোগীদের নামমাত্র ১০ টাকা এবং ইনডোরের ক্ষেত্রে ৫০ টাকা ফি ধার্য করেছেন তিনি।
এভাবেই অন্ধ্রপ্রদেশের কাডাপ্পা শহরে বাবা-মায়ের অনুপ্রেরণায় মানবসেবায় নিজেকে নিয়োজিত করেছেন তরুণ চিকিৎসক নূরী পারভিন।এও জানা গেছে ব্যক্তিগত উদ্যোগে তিনি প্রত্যহ জনা চল্লিশেক মানুষের চিকিৎসা করে থাকেন।
একটি মন্তব্য পোস্ট করুন