পুবের কলম প্রতিবেদকঃ একে খাদ্যসংকট, তারওপর আবার যুদ্ধ ও করোনা-ভাইরাস। ২০২০ সালের নানামুখী ঘটনা আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের হতদরিদ্র মানুষদের জীবনকে দুমড়ে-মুচড়ে দিয়েছে। সব থেকে বিপদে রয়েছে শিশুরা। জানা যাচ্ছে, আফ্রিকা-মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত কয়েকটি দেশে ১ কোটিরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগতে চলেছে। যার ফলে শিশু বিকাশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শিশুদের উচ্চতা ও ওজন কমে যাবে। পাঁচ বছরের নিচের শিশুদের জন্য এই অপুষ্টিই হবে মৃত্যুর প্রধান কারণ। এক বিবৃতিতে রাষ্ট্রসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানায়, শিশুদের অস্তিত্ব রক্ষায় পুষ্টির প্রয়োজনীয়তা অপরিসীম। তবে ২০২১-এ খাদ্যাভাবে আফ্রিকার কঙ্গো, উত্তর নাইজেরিয়া,দক্ষিণ সুদান এবং ইয়েমেনের ১০ লক্ষেরও বেশি শিশু চরম অপুষ্টিতে ভুগবে। ইউনিসেফের মতে, বেশ কয়েক বছর ধরে মানবিক সংকটের মধ্য দিয়ে যাওয়া এই দেশগুলিতে করোনা-মহামারি জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। ফলে,দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে দেশগুলি।
একটি মন্তব্য পোস্ট করুন