পুবের কলম ওয়েব ডেস্কঃইংলিশ প্রিমিয়ার লিগে রেকর্ড ৪০ জন খেলোয়াড় ও স্টাফ করোনা পজিটিভ হয়েছেন বলে জানাল লিগ কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার।এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় রাউন্ডের সাম্প্রতিক এই পরীক্ষায় করোনা পজিটিভের রেকর্ড দেখে শঙ্কিত ইংলিশ ফুটবল সংস্থা। গত সপ্তাহে পজিটিভের সংখ্যা যেখানে ছিল ১৮, সেখানে মাত্র ৭ দিনের ব্যবধানে তা বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে।
ইংল্যান্ড জুড়েই করোনা ভাইরাসের দাপট প্রচণ্ডভাবে বেড়ে যাওয়ায় তাদের প্রধানমন্ত্রী বরিস জনসন নতুন করে ছয় সপ্তাহের লক ডাউন ঘোষণা করেছেন। ম্যানচেস্টার সিটি ও ফুলহ্যামে করোনা মহামারী বেড়ে যাওয়ায় গত সপ্তাহে প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ বাতিল করা হয়েছিল। যদিও বৃটিশ সরকার পেশাদার শীর্ষ ক্রীড়া আসরগুলো দর্শকশূন্য স্টেডিয়ামে চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। গত মরশুম শেষ হওয়ার পর প্রতি সপ্তাহের দু'বার করে পরীক্ষা করে প্রিমিয়ার লিগ ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে তা কমিয়ে দেওয়া
হয়। গত সপ্তাহে প্রথম রাউন্ডের ১৩১১টি পরীক্ষার মধ্যে ২৮টি পজিটিভ কেস পাওয়া গিয়েছিল। দ্বিতীয় রাউন্ড পরীক্ষায় ৯৮৪টির মধ্যে ১২টি পজিটিভ কেস পাওয়া গিয়েছে।আক্রান্তের সংখ্যা বাড়লেও প্রিমিয়ার লিগ জানিয়ছে তারা পরিকল্পনা অনুযায়ী ম্যাচগুলো আয়োজনের ব্যপারে আত্মবিশ্বাসী।
একটি মন্তব্য পোস্ট করুন