পুবের কলম প্রতিবেদকঃদিল্লির নির্ভয়াকাণ্ডের স্মৃতি ফিরিয়ে আনল ঝাড়খণ্ডের ছাতরা জেলার হান্টারগঞ্জ ব্লকের কোবনা গ্রামের লোমহর্ষক গণধর্ষণের ঘটনা। বৃহস্পতিবার রাতে ৫০ বছরের এক বিধবাকে গণধর্ষণ করে তাঁর যৌনাঙ্গে রড ঢুকিয়ে দিল ৩ জন। বিহারের এক সরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই নিগৃহীতা। অস্ত্রোপচার করে রড বের করা হয়েছে। দুই অভিযুক্তের পরিচয় মিলেছে। এরা হল বাবলু পাসওয়ান ও বিট্ট$ পাসওয়ান। এদের গ্রেফতার করা হয়েছে। কিন্তু আরেকজন পলাতক। এসপি ঋষভ কুমার ঝা ও সিনিয়র পুলিশ অফিসাররা খবর পেয়ে অকুস্থলে হাজির হন। ঝা বলেছেন, তৃতীয় অভিযুক্তের নাম ও তার সম্পর্কে বিস্তারিত তথ্য এখনই দেওয়া যাবে না, কারণ তদন্ত চলছে।
পুলিশকে নিগৃহীতা জানিয়েছেন, রাত ১০টা নাগাদ তিনি শৌচকর্মের জন্য যখন বাড়ির বাইরে বেরিয়েছিলেন তখন অভিযুক্তরা তাঁকে ধরে ফেলে। তাঁকে ধর্ষণ করে যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেয়। পালানোর আগে হুমকি দিয়ে যায় যে, পুলিশকে জানালে তার ফলাফল ভালো হবে না। তাঁকে বাড়ি ফিরতে না দেখে খুঁজতে বের হন তাঁর ভাইয়ের স্ত্রী এবং প্রচুর রক্তের মধ্যে তাঁকে পড়ে থাকতে দেখেন। শুক্রবার সকালে তাঁকে হান্টারগঞ্জ কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা জানান যে, অবস্থা আশঙ্কাজনক এবং তাঁকে প্রতিবেশী রাজ্য বিহারের গয়া জেলার মগধের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেন। গোটা ঘটনায় শিউরে উঠেছে দেশ।
একটি মন্তব্য পোস্ট করুন