মুম্বই, ২জানুয়ারি: করোনা আবহে ওটি টি প্লাটফর্মে ই এখন ভবিষ্যৎ। তা বুঝতে পেরে ই এবার ওয়েব প্লাটফর্মে পা রাখলেন কাজল। প্রকাশ্যে এল তাদের প্রথম ওয়েব অরিজিনাল ফিল্ম 'ত্রিভঙ্গ' এর টিজার। এই ওয়েব সিরিজে অভিনেত্রীকে দেখা যাবে ওডিসি নৃত্য শিল্পীর ভূমিকায়। আগামী ১৫ তারিখ নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি।
আই নক্স কিংবা মাল্টিপ্লেক্সের দিন প্রায় শেষ। মহামারীর পরিস্থিতিতে এখন আর সেভাবে সিনেমা হল মুখী হতে চান না অনেকেই। মোবাইলেই ওয়েব প্লাটফর্মে নজর রাখেন ওয়াই জেনারেশনের পাশাপাশি প্রায় সকলেই। ছবিটি পরিচালনা করেছেন রেনুকা সাহানে। কাজল ছাড়াও দেখা যাবে তনভি আজমি, মিথিলা পালকরকে। অনু, নয়ন, মাশা নামে তিন ভিন্ন বয়সের নারী জীবনের গল্প উঠে আসবে এই মুভিতে। গল্পে দেখানো হয়েছে মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে কীভাবে চলছেন কাজল। ছবির টিজার টুইটারের শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। মুহূর্তে ভাইরাল পোস্ট ভরেছে শুভেচ্ছা বার্তায়। মুভিটি পরিচালনা করেছেন অজয় দেবগন।
একটি মন্তব্য পোস্ট করুন