![]() |
ছবিঃতথাগত রায় |
দেবশ্রী মজুমদার, শান্তি নিকেতন, ১ জানুয়ারি: গতকাল হঠাৎ করে দীর্ঘ দিনের জন চলাচলের একটি রাস্তার উপর পাঁচিল তৈরির কাজ শুরু করে দেয় বিশ্ব ভারতী কর্তৃপক্ষ।
তাতে অসুবিধার মধ্যে পড়ে যান সাধারণ মানুষ। ঘটনার জেরে এলাকার মানুষ অভিযোগ করেন জেলা প্রশাসনকে। শুক্রবার সকালে জেলা শাসক বিজয় ভারতী, জেলা পুলিশ সুপার শ্যাম সিং সহ অন্যান্য আধিকারিকরা ঘটনা স্থলে ছুটে আসেন এবং নির্মীয়মান কাজ বন্ধ করে দেন। জানা গেছে, ঘটনা স্থল থেকে নির্মীয়মান সামগ্রী বাজেয়াপ্ত করা হয় জেলা পুলিশ প্রশাসনের তরফে। পাশাপাশি, বিশ্ব বিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীদের নির্দেশ দেওয়া হয়েছে এই কাজ বন্ধ রাখতে। এই ঘটনার প্রেক্ষিতে এলাকাবাসী জানিয়েছেন, এই রাস্তা বন্ধ হলে তাঁরা আপদকালীন জরুরি পরিষেবা থেকে বঞ্চিত হবেন। সাম্প্রতিক কালে জেলা সফরে এসে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে বিশ্ব ভারতী কে তত্ত্বাবধানের জন্য যে রাস্তা দেওয়া হয়েছিল, তা কেড়ে নেওয়া হলো। তারই পাল্টা হিসেবে বিশ্ব ভারতীর এই সিদ্ধান্ত বলে মনে করছে বিভিন্ন মহল।
একটি মন্তব্য পোস্ট করুন