দেবশ্রী মজুমদার, শান্তি নিকেতন, ১ জানুয়ারি: মুখ্যমন্ত্রীর নির্দেশে সরেজমিনে বল্লভপুর ডাঙা গ্রামের মানুষের সাথে কথা বললেন জেলা শাসক বিজয় ভারতী। উপস্থিত ছিলেন বোলপুর শ্রী নিকেতন ব্লকের বিডিও শেখর সাঁই, মহকুমা শাসক মানস হালদার।
গত বুধবার নবান্নের উদ্যেশে যাওয়ার পথে শান্তিনিকেতনের রুপপুর গ্রাম পঞ্চায়েতের সোনাঝুরির বল্লভপুরডাঙ্গা আদিবাসী পাড়ায় আদিবাসীদের সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সেই একই উদ্দেশ্যে গ্রামবাসীদের সাথে কথা বলেন আধিকারিকরা । এদিন সরেজমিনে গ্রামে যান জেলা শাসক।
জেলা শাসক বিজয় ভারতী সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে আধিকারিকরা বৃহস্পতিবার গ্রামবাসীদের সাথে কথা বলেছেন। শুক্রবার আমি তাঁদের সমস্যার কথা শুনলাম। মুখ্যমন্ত্রী যা যা বলেছেন, তা দ্রুততার সাথে সমাধান করা হবে। খুব সত্বর নূন্যতম জরুরি চাহিদা পূরণ করা হবে। গ্রামের আদিবাসীরা জানান, তাঁদের বিভিন্ন সমস্যার কথা। এই আদিবাসীদের কারো বাড়ি নেই, কারো শৌচাগার নেই আবার কেউ বিধবা ভাতা পান নি।
একটি মন্তব্য পোস্ট করুন