দেবশ্রী মজুমদার, নলহাটি, ৯ জানুয়ারি: কর্মীরাই আসল, নেতা নয়। তাই কে এল,কে গেল বড় কথা নয়। আপনারাই আসল। নলহাটি -২ ব্লকের কাঁটা গড়িয়া মোড়ে দলীয় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দলীয় কর্মীদের উদ্যেশে বললেন অনুব্রত। এদিনের সভায় অনুব্রত ছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য্য, জেলা সহ সভাপতি অভিজিৎ সিনহা, ব্লক সভাপতি বিভাস চন্দ্র অধিকারী প্রমুখ।
এদিন মুখ্যমন্ত্রীর উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি আসাউদ্দিন ওয়াইসিকে এক হাত নেন তিনি। তাকে বিজেপির বি টিম বলার পাশাপাশি বিশাল অঙ্কের টাকার চুক্তিতে বিজেপির হাতে তামাক খেয়ে বাংলায় মুসলিম ভোট ভাঙতে এসেছে বলে মন্তব্য করেন অনুব্রত।
ব্লক সভাপতি বিভাস অধিকারী সভামঞ্চ থেকে দলীয় কর্মীদের সাবধান করে বলেন,টাকা দেওয়া ও নেওয়া দুটোই অপরাধ। দলীয় কর্মীরা এই অপকর্ম করলে অভিযোগ দায়ের করে দল থেকে তাড়িয়ে দেওয়া হবে। সে বালি হোক বা চাকরির নাম করে টাকা চাওয়া হোক।
একটি মন্তব্য পোস্ট করুন