দেবশ্রী মজুমদার, মুরারই, ০৬ জানুয়ারী: মাস পয়লা মাইনা সরকারী কর্মচারীদের, বিজেপি রাজ্যে অর্ধেক বললেন অনুব্রত মণ্ডল পাইকরের হাজরা মাঠের দলীয় জনসভায়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য, বোলপুর সাংসদ অসিত মাল প্রমুখ।
এদিনের সভায় অনুব্রত মণ্ডল বলেন, এখানে কেউ সরকারী কর্মচারী আছেন? তাঁরা জানেন, লকডাউন, কোভিডের সময়ও মাসের পয়লা তারিখ তাঁদের মাইনা হয়। বিজেপি শাসিত রাজ্য ছত্রিশ গড়, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশে হাফ মাইনে হয়। প্রতিবেশী ঝাড়খণ্ডে ৭৫ শতাংশ মাইনে হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের মাস পয়লা পুরো মাইনা দেন। কেন জানেন? দিদি জানেন, মাইনা না হলে, মুদিওয়ালা টাকা দিতে হবে, বাজার করতে হবে। দিদি সবার কথা ভাবেন। আর মোদি শুধু নিজের কথা ভাবেন। জাত নিয়ে রাজনীতি করেন। মোদী! দিদি ৬৯ টি প্রকল্প চালু করেছেন। যার মাধ্যমে বহু মানুষ উপকৃত। সরকারে এলে তুমি কী এতগুলো প্রকল্প চালাতে পারবে? তুমি তো সব বেচে দাও। বেচে দেওয়ার সরকার।
একটি মন্তব্য পোস্ট করুন