দেবশ্রী মজুমদার, রামপুরহাট,৭ই জানুয়ারি:বৃহস্পতিবার বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে বীরভূমের রামপুরহাট শহরের ভাঁড় শালা মোড় থেকে পদযাত্রা শুরু হয়।শেষ হয় রামপুরহাট পাঁচমাথা মোড়ে। সেখানে চলে ধর্না । প্রায় ১০০০জনের একটি র্যালী পাঁচ মাথা মোড়ে এসে কৃষি বিলের বিরুদ্ধে সোচ্চার হয়। এদিন উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি মঞ্চের রাজ্য সভাপতি অধ্যাপক সামিরুল ইসলাম, বীরভূম জেলা কমিটির সদস্য রাজকুমার ভুইমালি, মোশারফ হোসেন, মনীষা ব্যানার্জি, সুদীপ দাস, বদিউজ্জামান, নুরুল আলম প্রমুখও।
বৃহস্পতিবার তিনটে থেকে এই অনির্দিষ্টকালীন ধরনা মঞ্চ শুরু হয়।
বক্তারা বলেন, যতদিন পর্যন্ত কৃষি আইন প্রত্যাহার না করা হবে আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব। তাছাড়াও বাংলা সংস্কৃতি মঞ্চের জেলার বিভিন্ন ইউনিটের কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে জনসাধারণকে কৃষি বিল এর অপকারিতার দিকটা তুলে ধরছেন পথনাটিকা, বাউল গানের মধ্য দিয়ে,বলে তারা জানান ।
একটি মন্তব্য পোস্ট করুন