দেবশ্রী মজুমদার, রামপুরহাট, ১১ জানুয়ারি: দিল্লিতে হাড় হিম করা ঠাণ্ডায় ৪৫ দিন ধরে দিল্লিতে অবস্থান রত কৃষকদের পাশে দাঁড়াতে বাংলা সংস্কৃতি মঞ্চের ধর্ণা শুরু হয় রামপুরহাট পাঁচমাথা মোড়ে।
![]() |
সামিরুল ইসলাম |
বাংলা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে সামিরুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট সরকারের কৃষি আইনের বিরুদ্ধে বাংলা সংস্কৃতি মঞ্চের ডাকে সোমবার বীরভূমের রামপুরহাটে হাজার হাজার প্রান্তিক চাষীদের বিক্ষোভ মিছিল হয়। এই মিছিলে ছিল প্রায় একশো ট্রাক্টর। তাছাড়াও বাংলা সংস্কৃতি মঞ্চ কৃষি আইন বাতিলের দাবিতে অনির্দিষ্টকালীন ধর্না মঞ্চ শুরু করেছে। আজকে সেই ধর্নার মঞ্চের ষষ্ঠ দিন । তবে এই ব্যাপারে আমরা দিল্লির কৃষকদের সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছি। অতি সম্প্রতি সুপ্রিম কোর্ট একটি আদেশ দিয়েছেন। সেটি দেখে সকলস্তরের সাথেই আলোচনা করে ঠিক হবে এই আন্দোলনের গতি প্রকৃতি।
একটি মন্তব্য পোস্ট করুন