পুবের কলম ওয়েব ডেস্কঃবাংলাদেশে ও আফগানিস্তান। দুই দলের টেস্ট অভিজ্ঞতার পার্থক্য ১৭ বছরের। অথচ সেই আফগানিস্তানই টেস্ট রাঙ্কিংয়ে বাংলাদেশকে ছাড়িয়ে গেল। আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট রাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে ১০ এ নেমে গিয়েছে বাংলাদেশ। আর নয়ে উঠে এল আফগানিস্তান। বাংলাদেশের টেস্ট রেটিং পয়েন্ট ৫৫। সেখানে আফগানদের রেটিং ৫৭ পয়েন্ট।
এর আগে বাংলাদেশ ছিল টেস্ট রাঙ্কিংয়ে ৯ নম্বরে। দশে ছিল জিম্বাবোয়ে।আফগানিস্তান ছিল এগারো নম্বরে। সদ্য প্রকাশিত তালিকায় আফগানরা দুই ধাপ উপরে উঠে এসেছে। আর জিম্বাবোয়ে চলে গিয়েছে দশের বাইরে।২০১৭ সালে টেস্ট মর্যাদা পাওয়া আফগানিস্তান ২০১৮ সালে অভিষেকের পর এখন পর্যন্ত মাত্র ৪টি টেস্ট খেলেছে। এর মধ্যে দুটিতে জয় পেয়েছে এবং দুটিতে হেরেছে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হয়েছে একবারই। ২০১৯ সালের সেপ্টেম্বরে ঘরের মাটিতে ওই টেস্টে আফগানদের কাছে ২২৪ রানের বিশাল ব্যবধানে হেরে গিয়েছিল বাংলাদেশ।
একটি মন্তব্য পোস্ট করুন