দেবশ্রী মজুমদার, মুরারই, ১১ জানুয়ারী: বীরভূমের মুরারইয়ে রেলওয়ে টিকিট কাউন্টারে বাঙালিকে "বাংলাদেশী" বলায় ক্ষুব্ধ এলাকাবাসী। প্রতিবাদে সামিল হয় বাংলা পক্ষ। জানা গেছে, মুরারইয়ের স্থায়ী বাসিন্দা তথা প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মহঃ মাশুকুল ইসলাম শিবলীর অপরাধ তিনি এক রেলওয়ে নিরাপত্তা কর্মীর সাথে বাংলায় কথা বলেছেন। অভিযোগ, তিনি দুজন কংগ্রেস নেতাকে সঙ্গে নিয়ে ট্রেন ধরতে গেছিলেন মুরারই স্টেশনে। সেখানে একটা টিকিট কাউন্টার বন্ধ ছিল, তিনি সেই কাউন্টারে চলে গেলে ওই আরপিএফ কর্মীর সাথে তার বাদানুবাদ হয়। আর তখনই মহঃ মাশুকুল ইসলাম শিবলীকে তিনি বাংলাদেশী বলেন।সাথে সাথে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
উল্লেখ্য, বীরভূমের মুরারই বিধানসভার ৬ বারের নির্বাচিত বিধায়ক (১৯৭২-২০০১), প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের মন্ত্রীসভার স্বরাষ্ট্রদপ্তরের প্রতিমন্ত্রী ডঃ মোতাহার হোসেনের বাড়ির সন্তান মহঃ মাশুকুল ইসলাম শিবলী।
একটি মন্তব্য পোস্ট করুন