পুবের কলম প্রতিবেদক: আচকাই প্রয়াত ভাঙড় ২ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পুষ্পেন দাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। সোমবার ভাঙড় ব্লকের উচ্চ এই আধিকারিকের মৃত্যু দু:সংবাদে শোকস্তব্ধ ভাঙড় প্রশাসন মহলে।
জানা গিয়েছে ব্যারাকপুরের বাসিন্দা পুষ্পেনবাবু দীর্ঘদিন হাই-সুগারে ভুগছিলেন। নিয়মিত তার চিকিৎসাও চলছিল। কিন্তু এদিন মাত্রাধিক সুগার বেড়ে গিয়ে এই করুন পরিণতি ঘটে। ভাঙড় ব্লক আধিকারিক সূত্রে খবর, ২০১৮ সাল নাগাদ ভাঙ্গড় ২ ব্লকের জয়েন বিডিও-র দায়িত্বে নিজের কাজে যোগদেন। সেই থেকে ব্লক প্রশাসনিক স্তরের যাবতীয় কাজ দক্ষতার সঙ্গে করছিলেন তিনি। কোভিড অতিমারি লড়াইয়ে একেবারে ফ্রন্টলাইনে দাঁড়িয়েও কাজ করতে দেখা গেছে তাঁকে। এহেন এক কর্ম পারদর্শী আধিকারিক আচমকাই মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন, ব্লক সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস, সহ সভাপতি তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম, কর্ম্যদক্ষ ও ব্লক তৃণমূল নেতা অহিদুল ইসলাম, বিডিও কার্তিক কুমার রায় সহ ব্লকের সমস্ত অফিসার ও কর্মচারীরা। সেইসঙ্গে, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পুষ্পেনবাবুর ছবি পোস্ট করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন অনেকেই। এদিকে, এই দুঃসংবাদের সোমবার 'কৃষকবন্ধু' প্রকল্পের বৈঠক, সাধারণ মিটিং সহ ব্লকের যাবতীয় কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন