পুবের কলম ওয়েব ডেস্কঃআমেরিকা ও ব্রিটেন থেকে করোনার ভ্যাকসিন আমদানি নিষিদ্ধ করল ইরান। টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই বলেন,ইরানে মার্কিন ও ব্রিটিশ ভ্যাকসিন আমদানি নিষিদ্ধ, আমি সবাইকে বিষয়টি জানিয়েছি। আর এখন প্রকাশ্যে বলছি।’ ভ্যাকসিন নিয়ে আমেরিকা ও ব্রিটেনের ওপর ইরানের কোনও আস্থাই নেই বলে জানান সুপ্রিম লিডার। তাঁর কথায়, ‘কখনও কখনও তারা অন্য দেশের মানুষের ওপর ভ্যাকসিন পরীক্ষা করতে চায়। যদি আমেরিকা একটি ভ্যাকসিন উৎপাদনে সক্ষম হত, তাহলে তারা নিজেদের দেশে করোনা নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হত না।’ উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশের দেশগুলোর তালিকায় সবার উপরে নাম রয়েছে ইরানের। বিগত মাসের শেষ থেকে ইরান নিজ দেশে উৎপাদিত করোনা- ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষায় জোর দেয়। ইরান চাইছে, বাইরে থেকে ভ্যাকসিন না কিনে দেশীয় বিজ্ঞানীদের তৈরি ভ্যাকসিনই দেশবাসীর জন্য বাজারে আনতে। ইতিমধ্যেই ইরানে করোনা-ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন