পুবের কলম ওয়েব ডেস্কঃবঙ্গবন্ধু মুজিবুর রহমানের ১০১ তম জন্মশত বার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের কাছে ঘোজাডাঙার পানিতরে রবিবার ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল রেলি-র আয়োজন করা হয়। বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ এবং বর্ডার গার্ডস অফ বাংলাদেশ বিজিবি'র যৌথ উদ্যোগে আয়োজিত এই সাইকেল রেলির'র উদ্বোধন করেন ভারতের প্রাক্তন সেনা প্রধান জেনারেল শংকর রায়চৌধুরী। অনুষ্ঠানে বিএসএফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাহিনীর দক্ষিণবঙ্গের আইজি অশ্বিনীকুমার সিং সহ বিএসএফের অন্যান্য আধিকারিকরা। বাংলাদেশের পক্ষ থেকে ছিলেন খুলনার সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার খন্দকার এবং বিজিবি'র অন্যান্য শীর্ষ আধিকারিকরা।
একটি মন্তব্য পোস্ট করুন