পুবের কলম ওয়েব ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে দারুণ বোলিং করেছেন ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। দ্বিতীয় দিনের সকালে তিনি তুলে নিয়েছেন ক্যামেরন গ্রিন ও অধিনায়ক টিম পেইনের উইকেট। কিন্তু তার চেয়েও মজার হল, তিনি এমন এক কাণ্ড করেছেন যা দেখলে হাসির ফোয়ারা ছুটতে পারে। অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথ মাঠে ফিল্ডিং করার সময় নিজের শরীরকে অদ্ভ$তভাবে ঝাঁকান। বোলিং ডেলিভারি করতে যাওয়ার সময় এদিন হঠাৎ বুমরাহ তেমনই এক অঙ্গভঙ্গি করলেন। স্মিথকে তাঁর এমন হুবুহু নকলে অবাক সকলেই । বুমরাহ যখন নিজের শরীরের দুপ্রান্ত ঝাঁকিয়ে স্মিথকে নকল করছেন, তখন পাশে দাঁড়িয়ে থাকা মুহাম্মদ সিরাজ হেসে অস্থির। শুধু সিরাজই নন, দলের সব সতীর্থই বুমরাহ’র এমন কাণ্ডকারখানায় অবাক হয়েছেন। নিজের টু্যইটার অ্যাকাউন্টে সেই ভিডিও পোস্ট করেছেন বুমরাহ। সোশ্যাল মিডিয়ায় যা যথেষ্ট সাড়াও ফেলেছে।
একটি মন্তব্য পোস্ট করুন