পুবের কলম ওয়েব ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে প্রাপ্য বকেয়া টাকা চাইল সিএবি। ইন্ডোর পরিকাঠামো উন্নতির জন্য ওই টাকা খরচ করা হবে বলে জানা গিয়েছে।
সম্প্রতি অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখে ইডেন গার্ডেন্স পরিদর্শনে এসেছিলেন বোর্ড সচিব জয় শাহ এবং কোষাধ্যক্ষ অরুণ ধুমল। ইন্ডোর পরিকাঠামো ঘুরিয়ে দেখানোর সময় সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া তাদের জানান, পরিকাঠামোর আরও উন্নতির জন্য টাকার দরকার। এবং সিএবি প্রেসিডেন্ট বোর্ড সচিব ও কোষাধ্যক্ষের কাছে বকেয়া টাকা মেটানোর অনুরোধ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন