পুবের কলম প্রতিবেদক: বাংলার ১০ কোটি মানুষের সাথী হতে নিজেও লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী'র কার্ড নিলেন মুখ্যমন্ত্রী।
আজ, মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের কাছে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের জয়দিন্দ ভবনে নিজে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড নেন।
সে সময় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার পুর-প্রশাসক ফিরহাদ হাকিম,সহ অন্যান্য আধিকারিকরা।
প্রসঙ্গত, গতকালই মুখ্যমন্ত্রী বলেন, তিনি কোনও বেতন নেন না। প্রাক্তন সাংসদ হিসাবেও পেনশনের টাকা গ্রহণ করেন না। ব্যক্তিগতভাবে তাঁর স্বাস্থ্যবিমা রয়েছে। তা সত্বেও বাংলার ১০ কোটি মানুষের 'সাথী' হওয়ার লক্ষ্যেই তিনি স্বাস্থ্যসাথী কার্ড করিয়েছেন। এদিন রীতিমত লাইনে দাঁড়িয়ে কার্ডও গ্রহণ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন